দেশজুড়ে

খেলতে খেলতে ডোবায় ডুবে শিশুর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে আবু বক্কর (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুলাই) দুপুর ১টার পর পৌরসভার কামরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশু আবু বক্কর ওই এলাকার রুবেল মিয়ার ছেলে।

পরিবার সূত্র জানায়, আবু বক্করসহ কয়েকজন শিশু বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ আবু বক্কর পাশের ডোবার পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটির মরদেহ উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মাসুদ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাসিম উদ্দিন/এসআর/জেআইএম