দেশজুড়ে

শ্রমিকদের স্বার্থ কখনো জলাঞ্জলি দেবো না: শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, আমাদের মাঝে বিভিন্ন রাজনৈতিক মতভেদ থাকতে পারে। আমরা শ্রমিকদের স্বার্থ কখনো জলাঞ্জলি দেবো না। আমাদের মনে রাখতে হবে সড়ক পরিবহন সব শ্রমিক এক কাতারে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিএনপি না এলেও নির্বাচন হবে: শাজাহান খান

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, রাজনৈতিক দল জনগণের ভোটে ক্ষমতায় যাবে এটাই বিধান। আমরা দেখেছি গত ২০১৩, ১৪, ১৫ সালে কীভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পেট্রোলবোমা নিক্ষেপ করে চালক-হেলপার, যাত্রীদের পুড়িয়ে মারা হয়েছে।

জেলা ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন রায়ের সভাপতিত্বে সভার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, জেলা ট্রাক, ট্যাংকলরি কার্ভাডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান বক্তব্য রাখেন।

মো:রবিউল হাসান/আরএইচ/জেআইএম