নাশকতা মামলায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খানকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৩০ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রদল নেতা শাজাহান চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএনবিপাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান কাজল জাগো নিউজকে বলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন। পরে বিস্তারিত জানানো হবে।
হুসাইন মালিক/এসজে/জিকেএস