দেশজুড়ে

নির্বাচনী প্রচারণায় মাঠে আ.লীগ ঘরে বিএনপি

আসছে ইউপি নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। তবে দলীয় প্রতীকে নির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালালেও বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীদের তেমনভাবে দেখা যায়নি। উল্লেখ্য, উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, কায়েতপাড়া, মুড়াপাড়া ও ভোলাব ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে দাউদপুর ও রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩টিতে আ.লীগ থেকে দলীয় সমর্থন দেয়া হয়েছে। সমর্থনকারীরা হলেন, ভুলতায় আ.লীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইলে ইউনিয়ন আ.লীগের সভাপতি আলহাজ্ব মনজুর হোসেন ভুঁইয়া ও কায়েতপাড়ায় আ.লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। মুড়াপাড়া ও ভোলাবতে আ.লীগ থেকে দলীয় সমর্থন দেয়া বাকি রয়েছে। এদিকে ওই ৫টি ইউনিয়নের একটিতেও বিএনপি থেকে দলীয় সমর্থন দেয়া হয়নি। এছাড়া কোনো সম্ভাব্য প্রার্থীকে প্রচার-প্রচারণাও করতে দেখা যায়নি। বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের মাঝে তেমন কোনো নির্বাচনী আমেজও নেই। এছাড়া কে প্রার্থী হচ্ছেন বা কে দল থেকে প্রার্থী দাবি করছেন সেগুলোর ব্যপারেও তেমন কোনো আলাপ-আলোচনা নেই।  আওয়ামীলীগ থেকে সমর্থন পাওয়া ব্যারস্টার আরিফুল হক ভুঁইয়া, আলহাজ্ব মনজুর হোসেন ভুঁইয়া ও আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক প্রতিদিন তাদের নিজ নিজ এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ভোটারদের মন জয় করতে বিভিন্ন প্রকার প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও প্রার্থীদের ভোট দেয়ার আশ্বাস দিয়ে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম বলেন, সামনে ইউপি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। মীর আব্দুল আলীম/এফএ/এমএস