আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৩১ জুলাই ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কোরআন পোড়ানো বন্ধের আইনি উপায় খুঁজছে ডেনমার্ক

এক বিবৃতিতে রোববার (৩০ জুলাই) ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পবিত্র ধর্মীয়গ্রন্থ পড়ানোর মতো বিক্ষোভ চরমপন্থিদের উদ্দেশ্য হাসিল করলেও, জনসাধারণের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। আর তাই দূতাবাসের বাইরে বিক্ষোভসহ কিছু পরিস্থিতিতে রাষ্ট্রীয়ভাবে হস্তক্ষেপ করার আইনি উপায় খতিয়ে দেখছে কোপেনহেগেন।

ফিলিস্তিনকে বড় ছাড় না দিলে সৌদি-ইসরায়েল চুক্তি সম্ভব নয়

ইরায়েলসহ যুক্তরাষ্ট্রের বহু দিনের চাওয়া, সৌদি-ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীরণ চুক্তি। তবে এ নিয়ে অনেক আলোচনা হলেও, খুব শিগগির চুক্তিটি হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা। আর এ ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ইস্যু অর্থাৎ, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধসহ রিয়াদের আরও কিছু শর্তকে প্রধান বাধা হিসেবে দেখা হচ্ছে বলে জানান তিনি।

পুরোনো ‘বন্ধু’ হেনরি কিসিঞ্জারের কাছ থেকে কী অর্জন করতে চায় চীন?

মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। বিশ্বের সবচেয়ে বয়স্ক কূটনীতিক মনে করা হয় তাকে। ১০০ বছর বয়সী মার্কিন এই কূটনীতিক সম্প্রতি চীন সফর করেছেন। বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে। বিভিন্ন বিষয়ের কারণে কিসিঞ্জারের সময়কাল ছিল বিতর্কিত। তার সময়ে মার্কিন ইন্ধনে এশিয়ায় যুদ্ধ হয়েছে। যদিও চীন তাকে ইতিবাচকভাবে দেখে।

পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে হামলায় নিহত বেড়ে ৪৪, আহত শতাধিক

পাকিস্তানে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৪৪ জন হয়েছে বলে খবর পাওয়া গেছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজাউর জেলায় ওই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

যুদ্ধ এবার রাশিয়ার দিকে: জেলেনস্কি

ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত যেন থামছেই না। ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার এখনো কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং দিন দিন পরিস্থিতি যেন খারাপ থেকে আরও খারাপের দিকেই যাচ্ছে। এর মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ এবার রাশিয়ার দিকে যাচ্ছে। মস্কোতে এক ড্রোন হামলার পর জেলেনস্কি রাশিয়ার প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ এখন তাদের দিকেই ফেরত যাচ্ছে।

ঢোল-তবলা-স্পিকারে আগুন দিলো তালেবান

গান-বাজনা মানুষের নৈতিক অধঃপতন ঘটায় দাবি করে লাখ লাখ টাকার বাদ্যযন্ত্র ও স্পিকার বাজেয়াপ্তের পর তাতে আগুন ধরিয়ে দিয়েছে তালেবান। সম্প্রতি আফগানিস্তানের হেরাত প্রদেশে সঙ্গীতবিরোধী এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির নীতি প্রচার ও অনৈতিকতা প্রতিরোধ মন্ত্রণালয়ের হেরাত দপ্তরের প্রধান আজিজ আল-রহমান আল-মুহাজির বলেছেন, সঙ্গীতের প্রচার নৈতিক অধঃপতনের কারণ হয় এবং এটি বাজানো যুবসমাজকে বিপথগামী করে।

তাপমাত্রা-খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে সহিংসতার ঝুঁকি বাড়ছে

তাপমাত্রা বাড়লে অস্থিরতাও বাড়ে। ১৯৬৭ সালের গ্রীষ্ম ভালোবাসার গ্রীষ্ম নামে পরিচিত। সে সময় হিপ্পিরা আমেরিকার ওয়েস্টকোস্টে যুদ্ধের প্রতিবাদ ও শান্তির জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আটলান্টা থেকে বোস্টন পর্যন্ত ১৫০টির বেশি বর্ণবিষয়ক দাঙ্গা ছড়িয়ে পড়ে। একই সময়ের আরেকটি নাম দেওয়া হয় দ্য লং, দ্য হট সামার'।

বাংলাদেশি নাগরিকদের হারানো পাসপোর্ট ফিরিয়ে দিলো কলকাতা পুলিশ

এক বাংলাদেশি পরিবার কলকাতায় ক্যানসারের চিকিৎসা করতে এসে বিপদে পড়ে যায়। তাদের পাসপোর্টসহ বেশ কিছু জরুরি কাগজপত্র তারা হারিয়ে ফেলেন। পাসপোর্ট না থাকায় চিকিৎসা করিয়ে বাংলাদেশে ফিরে যাওয়া একপ্রকার অনিশ্চিত হয়ে পড়ে। চিকিৎসা করাতে এসে কলকাতার রাস্তায় রাস্তায় খুঁজেও মেলেনি তাদের পাসপোর্ট। পরে কোনো উপায় না দেখে হাওড়া জিআরপিতে লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

বাবার সহকর্মীদের কাছে ধর্ষণের শিকার দুই বোন

বাবার সহকর্মীদের কাছে ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা হয়ে পড়েছে দুই বোন। তাদের বয়স মাত্র ১৩ ও ১৫ বছর। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীদের বাবা। সম্প্রতি ভারতের রাজস্থানে ঘটেছে বর্বরোচিত এই ঘটনা। সোমবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শুক্রবার আলওয়ার জেলার এনইবি থানায় মামলা করেছেন ভুক্তভোগী মেয়ে দুটির বাবা।

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে তিন যাত্রীসহ নিহত ৪

ভারতে চলন্ত ট্রেনের মধ্যে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক সদস্যের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন তিন যাত্রীসহ চারজন। চতুর্থ ব্যক্তি হলেন আরপিএফেরই একজন সহকারী উপ-পরিদর্শক। সোমবার (৩১ জুলাই) ভোররাতে ঘটনাটি ঘটেছে জয়পুর-মুম্বাই এক্সপ্রেসের মধ্যে। চেতন সিং নামের ওই আরপিএফ জওয়ান কেন এমন করলেন, তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

এসএএইচ/এএসএম