জাতীয়

শোকাবহ আগস্ট উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ

শোকাবহ আগস্ট মাসের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরেন সার্ভিস একাডেমি প্রাঙ্গণে ১৬টি গাছের চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে এ চারা রোপণ করা হয়। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আজ বঙ্গবন্ধুর পরিবারের সবার নামে একটি গাছ লাগিয়েছি। আমি এবং আমার সহকর্মীরা গাছগুলো লাগিয়েছি। এটা একটা ঐতিহাসিক জায়গা। বঙ্গবন্ধু এখানে হেঁটেছে। এখানে অফিস করেছেন। আমরা এটাকে মিউজিয়াম হিসাবে তৈরি করেছি। আমরা আশা করি, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এখানে আসবে, জানবে বঙ্গবন্ধু কি করেছে। আমরা সপ্তাহে দুইদিন এটি চালু রাখবো।

আইএইচআর/এমএএইচ/জেআইএম