দেশজুড়ে

বৈরী আবহাওয়ায় ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিসি। মঙ্গলবার (১ আগস্ট) বিকেল থেকে ভোলার ইলিশা ফেরিঘাট টু লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিটিসির ইলিশা ঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান এ তথ্য নিশ্চিত করে জানান, সাগরে নিম্নচাপ সৃষ্টির কারণে বৈরি আবহাওয়া বিরাজ করছে। এতে সকাল থেকে ভোলার মেঘনা নদী উত্তাল হয়ে ওঠে। যা দুপুর থেকে আরও বেশি হয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপত্তার কারণে সাময়িকভাবে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে ভোলা-লক্ষ্মীপুর রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ওই রুটের সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

যাত্রী মো. সুমন হাওলাদার, আসমা বেগম, মো. মনির হোসেন ও রুমা বেগম জানান, তারা লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট হয়ে চট্টগ্রাম যাওয়ার জন্য ইলিশা ঘাটে এসেছেন। কিন্তু ফেরি চলাচল বন্ধ থাকার কারণে তারা যেতে পারছেন না। বিকল্প কোনো উপায় না থাকায় এখন ফেরি চলাচলের অপেক্ষা করতে হবে।

জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম