দেশজুড়ে

বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ

বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীতে মাছ ধরতে গিয়ে আবুল হোসেন (৫৪) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে পাথরঘাটা-বামনার মধ্যবর্তী বিষখালী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। তার বাবার নাম জিন্নাত আলী মুসুল্লি।

জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর ১টার দিকে আবুল হোসেন মাছ ধরার জন্য পাথরঘাটা-বামনার মধ্যবর্তী বিষখালী নদীতে যান। ঘাটে ফেরার সময় অতিবাহিত হলেও তিনি ফিরে না আসায় স্থানীয়রা নদীতে খুঁজতে শুরু করেন। এক সময় তার নৌকার সন্ধান মিললেও সন্ধ্যা পর্যন্ত আবুলকে খুঁজে পাওয়া যায়নি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম সাফিউল কিঞ্জল বলেন, আমরা নিখোঁজের খবর কিছুক্ষণ আগে পেয়েছি। আমরা অভিযানে নেমেছি।

এমআরআর/এএসএম