আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ৪

নাইজেরিয়ার কানো রাজ্যের একটি মার্কেটের কাছে বুধবার চালানো দুইটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। আত্মঘাতী দলের নারী সদস্যরা এ হামলা চালায়। খবর বিবিসির।কান্তিন কোয়ারি টেক্সটাইল মার্কেট এলাকায় বোমা হামলার ঘটনা ঘটে। প্রচুর যান চলাচলকারী ওই এলাকায় বোকো হারামের সদস্যরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংগঠনটির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।বার্তা সংস্থা এএফপি’কে রাজ্যের পুলিশ কমিশনার আদেনরেলে শিনাবা বলেন, ‘হিজাব পরিহিত দুই তরুণী ওই হামলাগুলো পরিচালনা করে।’তিনি বলেন, ‘তারা মার্কেটে এসে জনাকীর্ণ স্থানে এ হামলা চালায়। এতে চারজন নিহত হয়েছে।’ মার্কেটের ব্যবসায়ী সমিতির সচিব আব্দুল্লাহ আবু বকর জানান, প্রথম আত্মঘাতী হামলাকারী দুপুরের দিকে টয়লেটের কাছে বিস্ফোরণ ঘটায়। কিছুক্ষণ পরই অন্য একটি টয়লেট ব্লকের কাছে দ্বিতীয় আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।