দেশজুড়ে

রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিব, সম্পাদক আসাদ

আগামী তিন বছরের জন্য জাকারিয়া মাসুদ রাজিবকে সভাপতি ও আসাদুজ্জামান চৌধুরী আসাদকে সাধারণ সম্পাদক করে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) রাতে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সই করা কেন্দ্রীয় সংসদের প্যাডে এ তথ্য জানা গেছে।

নতুন কমিটির সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি। তিনি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতিও ছিলেন।

অন্যদিকে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন আসাদুজ্জামান চৌধুরী।

রুবেলুর রহমান/এসআর/এএসএম