গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা। বুধবার (২ আগস্ট) সকাল থেকে ঢাকা-জয়দেবপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, স্টাইলক্রাফট নামের পোশাক কারখানাটিতে কয়েক মাস পরপরই বেতন নিয়ে জটিলতা তৈরি হয়। এখানে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। মালিক পক্ষের কাছে জুন-জুলাই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওনা রয়েছে। বকেয়া বেতন-ভাতা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। গত ২৬ জুলাই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট তাদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ এক তারিখে বেতন পরিশোধ না করে কারখানা থেকে চলে যায়।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে মেট্রোরেল শ্রমিকদের বিক্ষোভ
শ্রমিকরা আরও জানান, বকেয়া অর্থ না পেয়ে শ্রমিকেরা অসন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে যান। কিন্তু বুধবার সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে গেটে কারখানায় বন্ধের নোটিশ দেখতে পান। বকেয়া পরিশোধ না করে এভাবে হঠাৎ রাতের আঁধারে কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় সকালে শ্রমিকেরা আন্দোলনে নামেন।
কারখানায় কর্মরত লতা সাবিনা জানান, বেতন বকেয়া থাকায় বাড়ি ভাড়া, দোকানের বাকি টাকা পরিশোধ করতে গিয়ে হিমশিম খাচ্ছি। অনেকেই মানবেতর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছেন।
শিল্প পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম বলেন, বেতন-ভাতা পরিশোধের জন্য কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে শ্রমিকদের সঙ্গে কারখানার মালিকের সমঝোতা চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ আগস্ট জুন মাসের বেতন ও ৮ আগস্ট শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা। কিন্তু মালিক পক্ষ বেতনাদি পরিশোধ না করেই কারখানা ছয়দিনের জন্য বন্ধ ঘোষণা করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। মালিক এবং শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস