দেশজুড়ে

ডেঙ্গু পরীক্ষায় বাড়তি টাকা নিয়ে জরিমানা গুনলো হাসপাতাল

নোয়াখালীতে ডেঙ্গু পরীক্ষায় টাকা বেশি নেওয়ার অভিযোগে একটি প্রাইভেট হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ আগস্ট) দুপুরে মাইজদী আধুনিক হাসপাতালে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) মো. কাওছার মিয়া।

আরও পড়ুন: ডেঙ্গুর চিকিৎসা খরচ জোগাতে হিমশিম নিম্নবিত্তরা 

মো. কাওছার মিয়া জাগো নিউজকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে দুপুরে মাইজদী আধুনিক হাসপাতালে অভিযান চালানো হয়। এতে রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩০০ টাকার ডেঙ্গু পরীক্ষা ৭৫০ টাকা ও ৪০০ টাকার সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা ৭০০ টাকা আদায়ের প্রমাণ মেলে। পরে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস