দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজা, ১২০ বোতল ফেনসিডিল ও ৩৩ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৬টার দিকে জেলার আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় স্থানীয় আজমপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এছাড়া একই উপজেলার ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ি বিজিবি জওয়ানরা দুপুর ২টার দিকে স্থানীয় আনোয়ারপুর এলাকা থেকে ১২ বোতল হুইস্কি উদ্ধার করেন।এদিকে, জেলার বিকেলে কসবা উপজেলার কাশিরামপুর এলাকায় স্থানীয় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ২১ বোতল হুইস্কি উদ্ধার করেছেন।১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।আজিজুল আলম সঞ্চয়/এমএএস/এমএস