দেশজুড়ে

মাদক কারবারে বাধা দেওয়ায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে খুন

কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলা নামমুড়া পাড়ায় হেলালের দোকানের সামনে পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।

নিহতের মামা জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোহাম্মদ সালমান রহমান (২২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নাটমুড়া পাড়া হাফেজ আব্দুল খালেকের ছেলে ও কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী।

এ ঘটনার সঙ্গে জড়িত হ্নীলা ৩ নম্বর ওয়ার্ড ফুলের ডেইলের পেঠান আলীর ছেলে জাফর আলম প্রকাশ মাইক জাফরকে (৩৫) আটক করা হয়েছে। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ভিকটিম সালমানের মামা জামাল উদ্দিন বলেন, হ্নীলা ৩ নম্বর ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার জাফর আলম তার সিন্ডিকেট নিয়ে নাটমুড়া পাড়া এলাকার হেলালের দোকানের কাছে আরেকটি রুমে মদ, ইয়াবা সেবনসহ মাদক কারবার করে আসছিল। সালমান প্রায় সময় তাদেরকে এসব করতে বাধা দিত। এক পর্যায়ে বুধবার রাত ১০টার দিকে জাফর আলমসহ তার গ্রুপের অন্য সদস্যরা হেলালের দোকানের সামনে অবস্থান নেয়। তখন সে বাজার থেকে ঘরে ফেরার পথে তাদের দেখে চলে যেতে বলে।

এ ঘটনা নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি শুরু হলে জাফর তার অন্য সহযোগীদের নিয়ে সালমানকে ছুরিকাঘাত করলে সালমান মাটিতে লুটিয়ে পড়ে। জাফররা পালিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, বুধবার রাতে হ্নীলা নাটমুড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তৎক্ষণাৎ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। সেও আহত থাকায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সায়ীদ আলমগীর/এফএ/জিকেএস