দেশজুড়ে

ক্যানসারের কাছে হেরে গেলেন প্রবাসী জমির

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ে মৃত্যুর কাছে হার মানলেন কক্সবাজারের রামু উপজেলার প্রবাসী জমির হোসেন (৪০)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জমির হোসেন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়ার মৃত হাজী কবির আহমদের ছোট ছেলে। তার ইরফান (৮) ও লামিয়া হোসেন আলেয়া (৪) নামের দুই সন্তান রয়েছে।

দুবাই প্রবাসী জমির দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের হায়দরাবাদের এশিয়ান গ্যাস্ট্রোলিভার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

পাঁচ বোন ও পাঁচ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন জমির।

আসরের নামাজের পর পূর্ব মেরংলোয়া জামে মসজিদে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস