ম্যাডাম এই গেট দিয়ে প্রবেশ করবেন। শীর্ষ নেতারা ছাড়া কাউকে এই গেট দিয়ে প্রবেশ করতে দেয়া হবে না। আপনি বিএনপির কর্মী বুঝলাম, কিন্তু ম্যাডামের নিরাপত্তা আপনি চান না? যদি ম্যাডামকে ভালোবাসেন তাহলে কার্ড দেখিয়ে পূর্ব দিকের গেট দিয়ে প্রবেশ করুন। একজন বিএনপিকর্মী আজ সকাল পৌনে ৮টায় সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে চাইলে কয়েক যুবক ব্যারিকেড দিয়ে তাকে আটকে দিয়ে কথাগুলো বলেন। ব্যারিকেড দেয়া যুবকদের মধ্যে একজন জানান তার নাম তার নাম ইকবাল হোসেন শ্যামল। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক পরিচয় দিয়ে তিনি বলেন, শৃঙ্খলা ও নিরাপত্তা কমিটির সদস্য তিনি। মূলত বেগম খালেদা জিয়ার (তার ভাষায় ম্যাডাম) অনুষ্ঠানস্থলে প্রবেশের নিরাপত্তার বিষয়টি দেখছেন। ভোর ৬টা থেকে তারা নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলেছেন। কর্মীদের কাউকে এ গেট দিয়ে প্রবেশ করতে দিচ্ছেন না। তিনি বলেন, যতক্ষণ না ‘ম্যাডাম’ এ গেট দিয়ে প্রবেশ করবেন, ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন।বিএনপির দলীয় প্রতীক ধানের শীষের ছবি সম্বলিত এক রংয়ের গেঞ্জি পরিহিত অর্ধশত যুবককে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। নিরাপত্তার স্বার্থে আমন্ত্রণপত্র ও নির্ধারিত কার্ডধারী ছাড়া কেউ ভেতরে প্রবেশের চেষ্টা না করে সেজন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতর থেকে বারবার মাইকিং করা হচ্ছিল। সকাল ১০টায় কাউন্সিল শুরুর কথা থাকলেও নেতাকর্মীদের অনেকেই ভোর থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভেতরে-বাইরে রাস্তার আইল্যান্ড ও ফুটপাতের দেয়ালে অসংখ্য নেতাকর্মীর পোস্টার ও ব্যানার টানানো হয়েছে। কর্মীদের কাউকে দেখা গেল দোকানে কলা, রুটি, বিস্কুট ও চা পানে ব্যস্ত। আবার অনেককে সোহরাওয়ার্দী উদ্যানে ঘোরাফেরা করতেও দেখা যায়। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে হেঁটে আসছিলেন আনুমানিক ২৭/২৮ বছরের এক যুবক। মোবাইল ফোন বেজে উঠতেই যুবক বলে উঠলেন, ‘এইতো আইয়্যা পড়ছি। খুব বেশি দুই মিনিটে আপনার লগে দেহা করতাছি। চিন্তা কইরেন না, শ’খানেক পোলাপাইনরে ৯টার মধ্যে হাজির হইতে কইছি। এভাবে সকালে সময় গড়াচ্ছিল বিএনপির কাউন্সিল অধিবেশন শুরুর আগের মুহূর্তগুলো।এমইউ/এনএফ/এমএস