দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন

রোববার অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল দিতে লক্ষ্য করা গেছে।১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় শনিবার সকাল থেকে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। আগামী ২১ মার্চ পর্যন্ত তারা মাঠে কাজ করবেন। এছাড়া আরও এক প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভে রাখা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস