দেশজুড়ে

নোয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর হাতিয়ায় মো. মিজানুর রহমান (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে চরকিং ইউনিয়নের হর কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

মো. মিজানুর রহমান চরকিং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের মৃত মোস্তাফিজুর রহমান চৌকিদারের ছেলে। রোববার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে নেত্রীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ব্রিজ বাজার থেকে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাতিয়া থানায় পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বোয়ালিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে মো. ইব্রাহিমকে (২১) আটক করা হয়েছে। ঘটনার সত্যতা জানতে অভিযান অব্যাহত আছে।

ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস