বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে যোগ দিতে এসে আহত হতে হয়েছে দলটির বেশকজন নেতাকর্মীকে। মূলত কাউন্সিলে প্রবেশের জন্য হুড়াহুড়ি আর ঠেলাঠেলিতে আহত হয়েছেন তারা। কাউন্সিলস্থলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় মেডিকেল ক্যাম্পে আহতরা প্রথমিক চিকিৎসা নিচ্ছেন।আহতদের বিষয়ে ক্যাম্পের এক চিকিৎসক জানান, মেডিকেল ক্যাম্পে প্রথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে বেশিরভাগ রোগী আসছে প্রবেশের সময় ঠেলাঠেলিতে চাপা খেয়ে আহত বস্থায়। কয়েকজন একটু গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থা বেশি অবনতি হলে মেডিকেল পাঠানো হবে।আহত এক কর্মী মনির বলেন, ভেতরে প্রবেশের সময় আমি পড়ে যায়। পায়ের পারায় আমার অবস্থা শেষ। ছোট জয়গায় এত বড় প্রোগ্রাম করা যায়? আরো বড় জায়গা দরকার ছিল।সকালে বিশৃঙ্খলার মধ্য দিয়েই শুরু হয় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। এদিকে সকালে বিএনপি’র ৬ষ্ঠ কাউন্সিলস্থলে প্রবেশে চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হয়। নেতাকর্মীদের হুড়াহুড়িতে আহত হতে হয়েছে সাংবাদিকদেরও। এসআই/এনএফ/এবিএস