`রাস্তায় ফেরি করে বেচা চানাচুরওয়ালাদের মাইকিও এর চাইতে ভালো। হকারদের চোঙ্গার শব্দও এর চেয়ে ভালো।` মাইকের শব্দ নিয়ে বিএনপির কাউন্সিলে অংশ নেয়া এক ডেলিগেটকে এভাবেই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে।’ বিএনপির কাউন্সিলে লাগানো মাইকের শব্দে এমন বিরক্ত অনেকেই। মূল মঞ্চ থেকে বাইরে অর্থাৎ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনের গেট, সোহরাওয়ার্দী উদ্যান, মৎস ভবনে লাগানো প্রতিটি মাইকের শব্দের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। মাইকের অমন শব্দে ডেলিগেটরা সবাই বিরক্ত। বিরক্ত পথচারীরাও। বক্তাদের বক্তব্যও স্পষ্ট শোনা যাচ্ছে না। মঞ্চ থেকে বারবার মাইকের শব্দ ঠিক করার আহ্বান জানানো হলেও দুপুর ১২টা নাগাদ এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা করা যায় নি।তবে এক পর্যায়ে নেতাকর্মীরা বিরক্ত হয়ে বাইরে অবস্থান নেয়া নেতাকর্মীরা মাইক ঠিক করার জন্য স্লোগান দিতে থাকেন।এএসএস/এএইচ/এমএস