বাংলা নববর্ষ ১৪৩০ এর প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে সাতক্ষীরার বুদ্ধি প্রতিবন্ধী আমিনুলের আঁকা ছবি। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে এক লাখ টাকার চেক দেওয়া হয়েছে।
রোববার (৬ আগস্ট) সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর আমিনুলের হাতে সেই চেক তুলে দেন।
চেক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, এ.ডি.এম বিষ্ণুপদ পাল, এন.ডি.সি. আব্দুল্লাহ আল আমিন, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রানী বরকন্দাজ, আমিনুলের মা রোকেয়া বেগম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে চলছে দেদারসে মাছ শিকার
আমিনুল জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালিত সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী।
আমিনুলের আছে ছবি আঁকায় চমৎকার প্রতিভা। এরই মধ্যে সে জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারিভাবে অনুষ্ঠিত বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে।
আহসানুর রহমান রাজীব/জেএস/জিকেএস