রাজধানীর খিলক্ষেত থানাধীন তেঁতুলতলা এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলতলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সোমবার রাতে এ তথ্য জানান র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র এএসপি মো. পারভেজ রানা।
সিনিয়র এএসপি পারভেজ রানা জানান, সম্প্রতি অসাধু ব্যক্তি-প্রতিষ্ঠান চিকিৎসার আড়ালে প্রতারণা করে আসছে বলে জানা যায়। তারা সরকারি অনুমোদন ব্যতিত অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করে আসছে এবং মেয়াদোত্তীর্ণ মেডিসিন ব্যবহার করে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। যার ফলে সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা নাগাদ রাজধানীর খিলক্ষেত থানাধীন তেঁতুলতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব-১।
তিনি আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশে মেডিকেল সেন্টার পরিচালনা, অবৈধভাবে রেজিস্ট্রেশন ছাড়া মেয়াদোত্তীর্ণ মেডিসিন ব্যবহার করার অপরাধে ‘মা ও শিশু সেবা দান কেন্দ্র’এর স্বত্বাধিকারী শরিফুজ্জামানকে দেড় লাখ এবং ‘মেরিন হেলথ কেয়ার লিমিটেড’ এর স্বত্বাধিকারী শফিউল্লাহ মজুমদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
জরিমানার মাধ্যমে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
আরএসএম/এমএএইচ/