বান্দরবানে পাহাড়ধসে সন্ধ্যা রানী শীলের (৫২) নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনার ২৪ ঘণ্টার পরও উদ্ধার হয়নি তার মেয়ে বুলু শীলের (২২) মরদেহ।
মঙ্গলবার (৮ আগস্ট) বেলা ১১টায় বান্দরবান সদরে কালাঘাটা গোধার পাড় এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যা রানী শীল ও বুলু শীল কালাঘাটা গোধার পাড় এলাকার বাশি শীলের স্ত্রী ও মেয়ে।
নিহতের স্বজনরা জানান, পাহাড়ি ঢলে চারদিকে প্লাবিত হওয়ায় সোমবার দুপুর ১২টার দিকে বাশি শীলের পরিবারের সবাই বাড়িতে অবস্থান করছিলেন। এসময় সন্ধ্যা রানী পূজা-অর্চনা এবং বুলু ঘরের বারান্দায় বসে চা পান করছিলেন। হঠাৎ পাহাড়ধসে ঘরটি চাপা পড়ে। এতে সন্ধ্যা রানী ও মেয়ে বুলু শীল নিহত হন। পরে সন্ধ্যা রানীর মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো সন্ধান মেলেনি বুলু শীলের।
আরও পড়ুন: বান্দরবানে পাহাড়ধসে মা-মেয়ে নিহত, হাজারো ঘরবাড়ি প্লাবিত
স্বজনরা জানিয়েছেন, চারদিক প্লাবিত হওয়ায় সন্ধ্যা রানীর মরদেহ সৎকার করা যাচ্ছে না। মরদেহ সৎকারের অপেক্ষায় মরদেহের পাশেই বসে অপেক্ষা করছেন ছেলে সুমন শীল ও তার স্বজনরা।
মোবাইল নেটওয়ার্ক না থাকায় ও ফায়ার সার্ভিস অফিস বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ফায়ার সার্ভিস অফিসের কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অজিত দাশ বলেন, পাহাড়ধসে নিহত মায়ের মরদেহ উদ্ধার করা হলেও মেয়ের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। সহায়তা পেতে ফায়ার সার্ভিস অফিসে লোকজন পাঠানো হয়েছে।
নয়ন চক্রবর্তী/এসআর/জেআইএম