দেশজুড়ে

মিয়ানমার থেকে দেশে ফিরল পাচার হওয়া ১১ তরুণী

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা থেকে পাচার হওয়া ১১ তরুণীকে মিয়ানমার থেকে ফেরত আনা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, উচরি ভান্তে এবং উসা থোয়াই। শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ির উলুবুনিয়া সীমান্ত দিয়ে আদিবাসী তরুণীদের ফেরত আনা হয়।পুলিশ জানায়, জানুয়ারি মাসে বান্দরবানের রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে তাদের অনাথ আশ্রমে রাখার কথা বলে প্রথমে রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধ বিহারে নেয়া হয়। পরে পাচারকারীরা সেখান থেকে মিয়ানমারে পাচার করে দেয় বলে থানায় মামলা করে স্বজনরা। পরে বান্দরবান ডিবি পুলিশ মিয়ানমার প্রশাসনের সহায়তায় মংন্ডু শহরতলীর কাছে নেজাদো মন্দির থেকে তাদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ির উলুবুনিয়া সীমান্ত দিয়ে শনিবার দুপুরে বান্দরবানে নিয়ে আসে। পাচার হওয়া তরুণীরা জানায়, তাদের ঘরে আটকে রেখে নির্যাতন করা হতো।পাচারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে বৌদ্ধ ভিক্ষু উসিরি ভান্তে জানান, মিয়ানমারের মংন্ডু শহরতলীর কাছে নেজাদো মন্দিরে ধর্মীয় একটি অনুষ্ঠানে তাদের পাঠানো হয়েছিল। বান্দরবান ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আরো কেউ জড়িত আছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।সৈকত দাশ/এআরএ/আরআইপি