ভোলায় বৈরী আবহাওয়ায় ফেরিঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার সাতদিন পর ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা থেকে এই ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ভোলা-লক্ষ্মীপুর রুটের ভোলার ইলিশা ফেরিঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক মো. পারভেজ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১ আগস্ট বৈরী আবহাওয়ায় জোয়ারের পানির চাপে ইলিশার লো এবং হাই ওয়াটার ঘাট দুটি ক্ষতিগ্রস্ত হয়। এতে করে ওইদিনই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পরপরই ঘাট মেরামত কাজ শুরু করা হয়।
বিআইডব্লিটিসির এ কর্মকর্তা আরও বলেন, গত ৪ আগস্ট দুপুরে লো ওয়াটার ঘাট মেরামত শেষ হলে ভোলা-লক্ষ্মীপুর রুটে আংশিক ফেরি চলাচল শুরু হয়। মঙ্গলবার হাই ওয়াটার ঘাটটি মেরামত শেষে সন্ধ্যা থেকে পুরোপুরি ফেরি চলাচল স্বাভাবিক হয়।
জুয়েল সাহা বিকাশ/এমআরআর/এমএস