জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ কাউন্সিল আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এ কাউন্সিলকে ঘিরে মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। দলের নেতারা একটি সফল কাউন্সিল করার প্রত্যাশার কথাও জানিয়েছেন। শনিবার মালয়েশিয়া সময় দুপুর ১২টা থেকে হোটেল সলিলের বলরুমে বসে বড় পর্দায় উপভোগ করেন জাতীয় কাউন্সিল।বিএনপির ৬ষ্ঠ কাউন্সিলের দিন-তারিখ ঘোষণার পর থেকেই মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে বেশ চাঙ্গাভাব দেখা গেছে। এ দিকে দলকে ভালোবেসেই প্রবাসে বসে দিন-রাত কাজ করছেন তারা। রাজনৈতিক আড্ডায় আর ভবিষ্যতে নেতৃত্বের চুলচেরা বিশ্লেষণে সময় কেটেছে তাদের।দেশের ন্যায় কাউন্সিলকে ঘিরে যেন তৈরি হয়েছে একটা উৎসবমুখর পরিবেশ। কোন নেতা কোথায় পদায়ন হচ্ছে, কে পাচ্ছেন কাঙ্ক্ষিত পদ-পদবি তাই নিয়েই চলছে তাদের হিসাব-নিকাশ। আলোচনা-সমালোচনায়ও ব্যস্ত সময় পার করেছেন অনেকে। সবকিছু ছাপিয়ে সকল আনন্দই যেন কাউন্সিলকে ঘিরে।শনিবার সকাল থেকে নেতা-কর্মীদের আইডি কার্ড বিতরণ করতে দেখা যায়। পাশাপাশি সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদেরও আইডি কার্ড সরবরাহ করা হয়েছে।মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদলুর রহমান বলেন, ‘এ কাউন্সিল উপলক্ষে সারাদেশের ন্যায় মালয়েশিয়া নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ফের জেগে ওঠার জন্য এ কাউন্সিল যে একটা অনন্য ভূমিকা রাখবে এ ব্যাপারে আমরা নিশ্চিত।’মালয়েশিয়া বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন পর দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই নেতা-কর্মীরা উজ্জীবিত। কাউন্সিল সফল করতে প্রবাসে বিএনপি মনা সবাই যে যার অবস্থান থেকে কাজ করছেন। এ দিকে মালয়েশিয়া বিএনপির নেতা কর্মিরা কুয়ালালামপুর হোটেল সলিলের বলরুমে রুমে বসে বড় পর্দায় কাউন্সিল উপভোগ করছেন। তারা কাউন্সিলের সফলতা কামনা করেছেন। উল্লেখ্য, ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ নয় বছর পর ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল হচ্ছে আজ।এআরএস/এবিএস