বিনোদন

ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড ফিনাল রোববার

চলচ্চিত্রের শিল্পী সংকট দূরীকরণে চিত্রনায়ক অনন্ত জলিলের উদ্যোগে ট্যালেন্ট হান্ট নামের শিল্পী সন্ধানের প্রতিযোগিতা শুরু হয়েছিল। দীর্ঘ কয়েক মাস যাচাই বাছাইয়ের পর অবশেষে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে রোববার সন্ধ্যা ৬টায় বসুন্ধরা সিটির ইন্টারন্যাশনাল কনভেনশন হলের রাজদর্শন অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস সূত্রে জানা যায়, ‘আগামীকাল ৩৫ জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে অংশ নেবেন। তাদের মধ্য থেকে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এবিষয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার আগামী ছবি ‘দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক’ এর জন্য বিভিন্ন বয়সের মোট ১১ জন নতুন অভিনয় শিল্পী নির্বাচন করা হবে। এরা পরবর্তীতে যে কোনো পরিচালকের সাথে কাজ করতে পারবে। আমার বিশ্বাস এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা শিল্পীরা আমাদের চলচ্চিত্রের শিল্পী সংকটের সমাধান করতে ইতিবাচক ভূমিকা রাখবে।’উল্লেখ্য, গত বছরের মাঝামাঝিতে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। প্রায় তিন লক্ষ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। জেলা ও বিভাগীয় শহরের অডিশনের মাধ্যমে গ্র্যান্ড ফিনালের জন্য ৩৫ জনকে চূড়ান্ত করা হয়। এনই/এবিএস