রাজবাড়ীতে বন্ধুদের হাতে মোবাইল ফোন দেওয়া নেওয়ার জের ধরে মো. মাইনুদ্দিন গাজি (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মাইনুদ্দিন এর বন্ধু মো. নজরুল মারাত্মকভাবে আহত হয়েছেন। এদিকে খুনের সাথে জড়িত সন্দেহে এলাকাবাসী ৫ জন সন্দেহভাজন যুবককে ধরে পুলিশে সোর্পদ করেছে।শুক্রবার রাতে জেলা সদরের আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মাইনুদ্দিন জেলা সদরের আলীপুর গ্রামের কৃষক খলিল গাজির ছেলে। তিনি রাজবাড়ী সরকারী কলেজে একাদশ শ্রেণীর ছাত্র।আটককৃতরা হলেন, আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের রশীদ খানের ছেলে জনি খান, আহসান উল্লাহর ছেলে মো. বাবু, মো. সিদ্দিকের ছেলে মো. ইছহাক, তোফাজ্জেল পাটোয়ারীর ছেলে মো. নেসার ও কাশেম খানের ছেলে ফয়সাল খান।এলাবাসী সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে মাইনুদ্দিনকে এলাকার বখাটে ছেলেরা মোবাইলে ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত বাড়তে থাকলে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে অদূরে নওয়াব গ্রামের স্কুলের পিছনে মৃত মালেক সেকের বাগান থেকে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় মাইনুদ্দিন ও তার বন্ধু নজরুলকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও পরে মাইনুদ্দিনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। তারা আরো জানান, এলাকার বখাটে কয়েক যুবক মইনুদ্দিনের সঙ্গে বন্ধুত্ব করে ওর কাছে থাকা মোবাইল ফোনটি নানা কৌশলে আদায় করতে চাচ্ছিলো।এ বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন পিপিএম এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।রুবেলুর রহমান/এফএ/আরআইপি