দেশজুড়ে

পুলিশ সদস্য শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে দায়িত্বভার তার

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি বলেছেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্য শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ করলে তার জন্য তিনি ব্যাক্তিগতভাবে দায়ী থাকবেন। তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য তিনি সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। শনিবার দুপুরে কেএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসের অপরাধ পর্যালোচনাপূর্বক খুলনা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন নির্দেশনা দেন কমিশনার। তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সকলকে নিরপেক্ষ থেকে পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অভিযান জোরদার করতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে।এ সময় সকল থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি পুলিশীং কার্যক্রম আরো গতিশীল করার নির্দেশ দেন তিনি।সভা শেষে ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে গুররুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) আ. হালিম ও সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মামুন আক্তারকে আলোচ্য মাসের শ্রেষ্ঠ অফিসার হিসাবে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।আলমগীর হান্নান/এফএ/আরআইপি