সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ জাকির হোসেন ও বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবুর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় দুইটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খালিদুর রহমান বাবু জানান, ভোরে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকরা তার চাকলা, কুড়িকাউনিয়ার কলতলা ও সুভদ্রকাটি গ্রামের নির্বাচনী অফিসে ভাঙচুর চালায়। এসময় তারা আমার চাচা বিপুল তরফদারকেও পিটিয়ে আহত করে।আওয়ামী লীগের দলীয় প্রার্থী শেখ জাকির হোসেন জানান, প্রতাপনগর ইউনিয়নের কর্মকারপাড়া ও হাইস্কুল মোড়ে অবস্থিত নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে বিদ্রোহী প্রার্থী বাবুর নেতাকর্মীরা। এসময় তারা দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়।এ ব্যাপারে আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।এআরএ/আরআইপি