নীলফামারীতে ৩৪ বছর বয়সে এসএসসি পাস করেছেন রত্না রানী নামের এক নারী কাউন্সিলর। চলতি বছর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে জিপিএ-৩.৫৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন রত্না রানী।
রত্না রানী নীলফামারী শহরের নিউ বাবুপাড়া এলাকার বাসিন্দা। বিবাহিত জীবনে তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
২০২২ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নীলফামারী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন রত্না রানী। জনগণের সেবার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করে আসছেন অদম্য এ জনপ্রতিনিধি। কাপড়ের ব্যবসা ছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নারীদের টেইলারিং শেখাচ্ছেন তিনি।
কাউন্সিলর রত্না রানী জাগো নিউজকে বলেন, ‘পড়াশোনার শেষ নেই বা বয়স নেই। মূলত অষ্টম শ্রেণির সনদ নিয়ে নির্বাচন করে বিজয়ী হওয়ার পর পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যায়। আমার ইচ্ছা রয়েছে এইচএসসি পাস ও উচ্চতর ডিগ্রি অর্জন করার।’
রত্না রানীর স্বামী তারাকান্ত রায় জাগো নিউজকে বলেন, তার পড়াশোনার ইচ্ছা দেখেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলাম। সে ভালোভাবে পাস করেছে। যতদূর সে পড়তে চায় তাকে আমি ততদূরই পড়াবো।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল জাগো নিউজকে বলেন, ‘রত্নার এমন সাফল্যে আমরা সবাই খুশি। মানুষের ইচ্ছাশক্তি থাকলে লেখাপড়ায় বয়স কোনো বাধা নয়, সেটা সে প্রমাণ করেছে। তার জন্য সবসময় দোয়া থাকবে।’
রাজু আহম্মেদ/এসআর/জিকেএস