৮ দিন পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ফের পাথর আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে পাথর আমদানি শুরু হয়৷ তবে এর আগে বুধবার (৯ আগস্ট) বিকেলে চার ট্রাক পাথর আমদানি হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ইউনুস আলি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই স্থলবন্দরে অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়িয়ে দেওয়ায় ৮ দিন বন্ধ ছিল পাথর আমদানি। পরে বুধবার আমদানি-রপ্তানিকারক গ্রুপের মধ্যে আলোচনা হয়েছে। এর পেক্ষিতে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে। তবে বুধবার বিকেলেও পানামায় ৪ ট্রাক পাথর প্রবেশ করেছিল।
মেসার্স মামুনি এন্টারপ্রাইজের তত্ত্বাবধানকারী মো. এরসাদ আলি বলেন, আগে প্রতি টন পাথরের আমদানিমূল্য ১৩ ডলার অ্যাসেসমেন্ট ভ্যালু ধরে শুল্ক আদায় করা হতো। কিন্তু হঠাৎ তা বাড়িয়ে ১৫ ডলার করা হয়। এতে আমরা আমদানি-রপ্তানিকারকরা আমদানি বন্ধ করে দিই।
কিন্তু পরে অন্যান্য স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানিকারকরা ১৫ ডলারে পাথর আমদানি শুরু করে। তাই আমরাও বাধ্য হয়ে আজ থেকে পাথর আমদানি শুরু করেছি। তবে এতে আমাদের লোকসান হতে পারে বলে আশঙ্কা আছে।
সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, অ্যাসেসমেন্ট ভ্যালু বেড়ে যাওয়ায় পাথর আমদানি বন্ধ করে দেন আমদানিকারকরা। দফায় দফায় মিটিং করে আমদানিকারকরা পুনরায় ভারত থেকে পাথর আমদানি শুরু করেছেন। এই স্থলবন্দরে দৈনিক ২০০-২৫০ ট্রাক পাথর আমদানি হয়।
সোহান মাহমুদ/এফএ/জিকেএস