আন্তর্জাতিক

হংকংয়ের বিক্ষোভে পুলিশি অভিযান

হংকংয়ে আবারও বিক্ষোভকারীদের রাজপথ থেকে সরিয়ে দিতে অভিযান শুরু করেছে পুলিশ। স্বায়ত্তশাসিত অঞ্চলটির কর্তৃপক্ষের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর আলজাজিরার।পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেডে ব্যবহৃত প্লাস্টিকের শক্ত দড়ি ও ধাতব পদার্থ কাটতে বক্স কাটার এবং প্লিয়ার ব্যবহার করছে। এর ফলে তারা ব্যারিকেড ভেঙ্গে অনেক সামনে চলে আসতে সক্ষম হয়েছে বলেও জানানো হয়েছে।এর আগে রাজপথ ছেড়ে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যানের পর রাজপথে বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধের ঘোষণা দিয়ে অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীদের তাবু সরিয়ে ফেলারত দু’টি স্থানে প্রবেশ করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা চলে না গেলে তাদের সরাতে শক্তি প্রয়োগ করতে বাধ্য হবে তারা।এর আগে হংকংয়ের একটি আদালত তিনটি স্থান থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে পূর্ণ গণতন্ত্রের দাবিতে টানা ৭৫ দিন ধরে চলমান আন্দোলন আরও দীর্ঘায়িতের ঘোষণা দিয়েছে বিক্ষোভকারীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।