খেলাধুলা

ভারত-পাকিস্তান ম্যাচ ১৮ ওভারের

সকাল থেকেই কলকাতার আকাশে কালো মেঘ। বিকাল থেকেই বৃষ্টি। সন্ধ্যার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে এলেও খেলা যথা সময়ে শুরু করা নিয়ে শঙ্কা তৈরী হয়। শেষ পর্যন্ত বেশ অপেক্ষা করার পর খেলা শুরু হবে বাংলাদেশ সময় প্রায় ৯টায়। টস হচ্ছে ৮টা ৪০ মিনিটে। আর ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ওভারের। ২ ওভার করে কেটে নেয়া হয়েছে দু’দল থেকেই।হাইভোল্টেজ ম্যাচের শুরুতেই উত্তেজনার আগুনে পানি ঢেলে দিল এক পশলা বৃষ্টি। আকাশ কালো করে ছিল সকাল থেকেই। বিকালে বৃষ্টির পর সন্ধ্যায় মাঠ শুকানোর কাজ শুরু হয়। যে কারণে নির্ধারিত সময় ৮টায় খেলা শুরু করা সম্ভব হয়নি। এক ঘণ্টা দেরিতে শুরু করতে হলো খেলা। ফলে হাই ভোল্টেজ ম্যাচে দু’দলের কাছ থেকেই কেটে নেয়া হলো ২টি করে ওভার।ভারতশিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেষ রায়না, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, আশিস নেহরা, জসপ্রিত বুমরাহ। পাকিস্তানশারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শহিদ আফ্রিদি, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।আইএইচএস/এবিএস/বিএ