খেলাধুলা

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

ইডেন গার্ডেন্সে মহারণ। হাই ভোল্টেজ ম্যাচ। ভারত-পাকিস্তানের এই ম্যাচের দুটি ওভার খেয়ে ফেলেছে বৃষ্টি। অবশেষে ম্যাচ শুরু হচ্ছে কিছুক্ষণ বিলম্বে হলেও। শেষ পর্যন্ত খেলা মাঠে গড়াচ্ছে এবং ইতিমধ্যে টসও হয়ে গেছে। টস জিতেছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদিকে।বৃষ্টির কারণে এক ঘণ্টা বিলম্বে শুরু হলো খেলা। এ কারণে প্রতিটি দল খেলার সুযোগ পাচ্ছে ১৮ ওভার করে। ইডেন গার্ডেনে ৮.৪০-এ হলো টস। বৃষ্টির কারণে উইকেট আদ্র হওয়ার কারণে টস জিতেও বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক ধোনি। তার ওপর, প্রথম ম্যাচ হারের কারণে, এই ম্যাচে রান তাড়া করারই সিদ্ধান্ত নিলেন তিনি। এশিয়া কাপে ঢাকায়ও পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ৭৯ রানে অলআউট করে দিয়েছিল ভারত।এই ম্যাচে পাকিস্তান দলে এলো একটি পরিবর্তন। ইমাদ ওয়াসিমকে বাদ দিয়ে নেয়া হয়েছে পেসার মোহাম্মদ সামিকে। অথ্যাৎ পাকিস্তান দলে চারজন পেসার। মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান, ওয়াহাব রিয়াজের সঙ্গে যোগ হলেন মোহাম্মদ সামি। ভারতীয় দলে কোন পরিবর্তণ আনা হয়নি। নিউজ্যিলান্ডের বিপক্ষে যে দল খেলেছিল, সে দল নিয়েই আজ মাঠে নেমেছে ধোনিরা।ভারতশিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেষ রায়না, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডে, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, আশিস নেহরা, জসপ্রিত বুমরাহ। পাকিস্তানশারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শহিদ আফ্রিদি, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।আইএইচএস/এবিএস