দেশজুড়ে

নদী ভাঙনরোধে যতটুকু কাজ হয়েছে তা আওয়ামী লীগের আমলে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চাঁদপুরে নদী ভাঙন প্রতিরোধে যতটুকু কাজ হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা বেশি থাকে এবং তা তিনি পূরণ করে আসছেন।

শনিবার (১২ আগস্ট) দুপুর ১২টায় চাঁদপুর সার্কিট হাউজে সদর উপজেলার বিষ্ণুপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নে নদী ভাঙন এবং চাঁদপুর শহররক্ষা বাঁধ প্রকল্পের বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, নদীর ভাঙা-গড়া থাকবেই। কিন্তু এই সরকারের আমলে সবচেয়ে বেশি কাজ হয়েছে। সবাই স্থানী বাঁধের কথা বলছেন, আমরা পরিকল্পনা করছি। তবে একসঙ্গে সব যায়গায় বাঁধ দেওয়া সম্ভব নয়। যেখানে বাজার, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান আছে সেখান আগে বাঁধের জন্য চেষ্টা চলবে। আমি পানিসম্পদ এবং পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি। কারণ, এই সরকারের আমলেই সব বড় বড় উন্নয়ন হয়েছে। আর আওয়ামী লীগের সরকার বাঁধের কাজ করবে।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআরআর/এমএস