দেশজুড়ে

স্কুলভবন নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা সচিব

কোমলমতি শিক্ষার্থীদের নতুন স্কুলভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেলে স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

রোববার (১৩ আগস্ট) রংপুরে দিনব্যাপী প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা মানসম্মত করার বিষয়ে মতবিনিময় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অবকাঠামো উন্নয়নবিষয়ক বিভাগীয় কর্মশালায় তিনি এ কথা বলেন।

ফরিদ আহাম্মদ বলেন, এরই মধ্যে দেশের বেশ কয়েকটি উপজেলায় ৬৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীর তালিকা করা হয়েছে। তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে।

প্রাথমিক বিদ্যালয়কে আধুনিকতার ছোঁয়াসহ শ্রেণিকক্ষকে নান্দনিক এবং খেলাধুলার জন্য মাঠকে উপযোগী করতে সবার প্রতি আহ্বান জানিয়ে সচিব বলেন, ‘উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েছে মন্ত্রণালয়। শিক্ষকদের যেসব দাবি রয়েছে তা পূরণে সচেষ্ট আছেন প্রধানমন্ত্রী। এ শিক্ষাকে এগিয়ে নিতে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের কাছে প্রস্তাবও দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই উল্লেখযোগ্য পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে।’ আগামী বছরের শুরু থেকে প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে গতিশীল করা হবে জানিয়ে তিনি বলেন, স্কুলে শিশুবান্ধব শ্রেণিকক্ষসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হবে। থাকবে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সবধরনের আধুনিক সুযোগ-সুবিধা।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস সহিদ, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ বিভাগের আট জেলা ও ৫৮ উপজেলার শিক্ষা কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এসআর/জেআইএম