নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মাইশা তালুকদার। সে নিজ হাতে কন্ট্রোল করছিল ‘ব্রাকিউ দিচারি’ নামের একটি রেসকিউ রোবট। তার ইচ্ছা সে এমন একটি রোবট বানাবে যা মানুষের জীবনকে সহজ করবে। নানা ঝুঁকিপূর্ণ কাজে এটি ব্যবহার করা হবে।
মাইশার মতোই রোবটিকস নিয়ে স্বপ্ন দেখছে দিনাজপুরের নলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পিংকি রায়। তার ইচ্ছা সেও এমন একটি রোবট বানানো, যা রাস্তাঘাটে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিবেশকে করবে সুন্দর।
শুধু মাইশা ও পিংকি নয়, সৈয়দপুরের ‘কিছু করি’ নামের একটি সামাজিক সংগঠন আয়োজিত রোবটিকস ও ইন্টেলিজেন্স প্রোগ্রামে অংশ নেওয়া ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত আট শতাধিক শিক্ষার্থীর ইচ্ছা ঠিক এমনই।
খোঁজ নিয়ে জানা যায়, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর ভিশনকে সামনে রেখে সৈয়দপুরের ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থীকে বিনামূল্যে ফরম পূরণের মাধ্যমে বাছাই করে তাদের নিয়ে রোবটিকস ও ইন্টেলিজেন্স প্রোগ্রাম আয়োজন করে সামাজিক সংগঠন ‘কিছু করি’। কর্মশালায় রোবট তৈরির প্রাথমিক বিষয়ে শেখানো হয় শিক্ষার্থীদের। এছাড়া দেশের তৈরি বেশ কয়েকটি রোবটের প্রোগ্রামিং, কোডিংসহ নানা বিষয় দেখানোর পর অংশগ্রহণ করা শিক্ষার্থীদের দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো রেসকিউ রোবট ‘ব্রাকিউ আল্টার’ ও ‘ব্রাকিউ দিচারি’ পরিচালনা করানো হয়।
শিক্ষার্থী পিংকি রায় জাগো নিউজকে বলে, ‘আমার ছোটবেলার ইচ্ছা আমি দেশের মানুষের জন্য কিছু করবো। রোবটিকসের এ প্রোগ্রামে এসে রোবট তৈরির বিষয়ে জানতে পেরে সিদ্ধান্ত নিয়েছি, আমি এমন একটি রোবট তৈরি করবো যা রাস্তাঘাটে পড়ে থাকা ময়লা তুলে নিদিষ্ট স্থানে ফেলবে।’
মাইশা তালুকদার বলে, ‘আমি এমন একটি রোবট তৈরি করতে চাই যা মানুষের কাজকে সহজ করবে, বিশেষ করে লেবাররা যারা গভীর গর্ত কিংবা ম্যানহোলে কাজ করেন তাদের জন্য।’
হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. মিস্টার জাগো নিউজকে বলেন, ‘আমি এমন একটি রোবটিকস ঘড়ি বানাতে চাই, যা আমাদের পথ চলাকে সহজ করবে। কোনটা কাজ ভালো, কোনটা খারাপ, আমার গন্তব্য নিরাপদ কি না তা ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে আমাকে জানাবে। আশা করি আমি সফল হবো।’
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রোবটিকস দলের সদস্য মুনতাছির আহাদ জাগো নিউজকে বলেন, ‘রোবটিকস প্রোগ্রামে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতে এ শিক্ষার্থীরাই আমাদের চেয়ে আধুনিক রোবট বানাবে বলে প্রত্যাশা করি।’
কিছু করি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোকছেদুল মমিন জাগো নিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশনকে ধারণ করে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রস্তুত করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় রোবটিকস কর্মশালার আয়োজন করা হয়েছে। এখানে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির নানা বিষয়ে শিখেছে।’
রাজু আহম্মেদ/এসআর/জেআইএম