প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিংড়া চলনবিলকে নিরাপদ ও একটি আদর্শ ডিজিটাল উন্নত শহরে পরিণত করেছেন। এখানে রাজনৈতিক আশ্রয়ের কোনো সন্ত্রাসী-অপরাধী দল নেই। অপরাধীদের কোনো দল ও ধর্ম নেই। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অপরাধের সঙ্গে জড়িত থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। এমনকি তাদের বিরুদ্ধে যদি কেউ সুপারিশ করেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা শেখ হাসিনার স্বপ্নের রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে চাই।
রোববার (১৩ আগস্ট) বেলা ১১টায় সিংড়া উপজেলা কোর্ট মাঠ চত্বরে ১২ ইউনিয়ন ও পৌরসভায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আরও পড়ুন: ১৫ আগস্ট সাইবার হামলা হতে পারে: পলক
প্রতিমন্ত্রী আরও বলেন, আধুনিক ও আদর্শ ডিজিটাল সিংড়ায় অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের আমরা নির্মূল করতে পারবো। পুলিশ একা পারবে না সেজন্য পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে। সিংড়াতে কোনো অপরাধীকে নিজের পরিচয়, রাজনীতি পরিচয়, দলের পরিচয়ে বিবেচনা না করে অপরাধী হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুল রহমান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান প্রমুখ।
রেজাউল করিম রেজা/জেএস/জিকেএস