আজ রোববার কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। ১১টি ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ১৭ হাজার ২১৮ জন। জানা যায়, নির্বাচনে মেয়র পদে ৫ জন, পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২২ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডের মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অবশিষ্ট ১টি ওয়ার্ডে ২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। মেয়র প্রার্থীরা হলেন- আ.লীগের আবদুল মালেক (নৌকা), বিএনপির জাহাঙ্গীর আলম মজুমদার (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন (জগ), জাতীয় পার্টির কাজী জামাল (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলনের হাফেজ ইসমাঈল হোসেন (হাত পাখা)। ১১টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইদুল আরিফ জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪টি মোবাইল টিম, ১টি স্ট্রাইকিং ফোর্স, জরুরি প্রয়োজনে ৩টি এবং স্ট্যান্ডবাই হিসেবে ১টি টিম কাজ করবে। কামাল উদ্দিন/এসএস/এমএস