শাবলু শাহাবউদ্দিন
একটি রক্তমাখা শার্টের দাগ নয়,নয় কোনো রক্তে প্লাবিত পাহাড়ের ঝরনাসাত সমুদ্র ভেসেছিল লাল রঙে১৫ আগস্ট ছিল আমাদের কান্না। বঙ্গবন্ধুর মান কেন তারা রাখলো না?
এক জীবন্ত কিংবদন্তি তিনিতিনি আমাদের বাংলার পিতাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;যার হৃদয়ে ছিল বাংলার সম্মান।
একদল ঘাতক কেন করলো এমন? যে সূর্য উঠেছিল পূর্ব গগনে তাঁকে আলো ছড়াতে দিলো না আকাশ-পাতাল কিংবা ত্রিভুবনে।
১৫ আগস্ট আজও কাঁদে কোটি বাঙালির নিরীহ প্রাণ;শুধু বঙ্গবন্ধুই হারিয়ে যাননি, হারিয়েছে বাংলা তার শেষ সম্মান।
এসইউ/জেআইএম