বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বিজয় দিবস ভলিবল টুর্নামেন্ট ১১ ডিসেম্বর থেকে পুরানা পল্টনস্থ ঢাকা ভলিবল স্টেডিয়ামে শুরু হবে।এ টুর্নামেন্টে পুরুষ ও মহিলা বিভাগে ১০টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো পুরুষ বিভাগ-বাংলাদেশ সেনা বাহিনী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ ও বিকেএসপি এবং মহিলা বিভাগ-বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল লাল দল, বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল সবুজ দল।বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দিবস ভলিবল টুর্ণামেন্ট যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার।