জাতীয় শোক দিবসে রাজবাড়ীর গোয়ালন্দে জুতা পায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এসময় সবার পায়ে জুতা থাকলেও তাদের হাসিমুখে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।
এসময় গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি এবং পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে জুতা পায়ে শ্রদ্ধা জানান।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যায়, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের দেয়ালে তৈরি করা বঙ্গবন্ধুর ম্যুরালে জুতা পায়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে একই স্থানে জুতা পায়ে হাসিমুখে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা জানানোর আরেকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলিন্স পার্থকে জুতা পায়ে শ্রদ্ধা জানাতে দেখা যায়।
পরে ছবি দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে গোয়ালন্দ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল জাগো নিউজকে বলেন, তখন সবার পায়েই জুতা ছিল।
গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি বলেন, আসলে দলীয় কার্যালয়ের দেয়ালে ম্যুরাল হওয়ায় সামনে এসএস পাইপ থাকার কারণে সবাই সেখানে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এজন্যই জুতা খোলা হয়নি।
রুবেলুর রহমান/এমকেআর