দেশজুড়ে

বগুড়ায় বিশেষ টহলে র‌্যাব

বগুড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর র‌্যাব। এরই ধারাবাহিকতায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড লিডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করতে র‌্যাব মাঠে রয়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন

মূলত, বুধবার বগুড়ায় শাখা জামায়াতে ইসলামী বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দেন। পরে পুলিশের অনুমতি না পেয়ে সিদ্ধান্ত থেকে সরে আসে দলটি।

সোমবার চিকিৎসাধীন অবস্থায় দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর থেকেই বগুড়াতে সতর্ক অবস্থান নেয় পুলিশ। রাতে শহরের গুরুত্বপূর্ণ সব এলাকায় মহড়ার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

জেএস/জেআইএম