দেশজুড়ে

কবিরহাটে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ব্যাপক জাল ভোট ও কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ৬ নং ইন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন প্রিসাইডিং অফিসার। বেলা সোয়া ১১টার সময় কবিরহাট উপজেলা নির্বাচন অফিসার মো. আনিসুজ্জামান ভোটগ্রহণ স্থগিতের কথা স্বীকার করেন। এর আগে উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ৩৯টি কক্ষে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভোটারদের উপস্থিতি বাড়লে বেলা ১১টার সময় বৃষ্টির কারণে কেন্দ্রে ভোটার উপস্থিতি কমতে থাকে।জানা গেছে, পৌরসভার ৯টি কেন্দ্রে ৬৬৭৬ জন পুরুষ ও ৬৭২১ জন নারীসহ মোট ১৩,৩৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। স্বতন্ত্র কিংবা বিদ্রোহী প্রার্থী না থাকায় দুইজন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত জহুরুল হক রায়হান নৌকা ও বিএনপির মোস্তাফিজুর রহমান মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদিকে কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ, ১৪ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়াও র্যাব এবং বিজিবি টহলরত অবস্থায় আছে।মিজানুর রহমান/এসএস/আরআইপি