বরগুনার পাথরঘাটায় মাছের আড়ত থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে এটি বনে অবমুক্ত করা হয়।
বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বিহঙ্গ দ্বীপ সংলগ্ন রুহিতা বটতলা মাছ বাজারের একটি আড়ত থেকে অজগরটি উদ্ধার হয়।
উদ্ধারকারী জাকির মুন্সি বলেন, সকালে রুহিতা বটতলা মাছ বাজারের আড়তে যান স্থানীয় আড়তদার হেলাল। আড়তের গেট খোলার পর মাছ সংরক্ষণের জন্য রাখা ককশিডের মধ্যে অজগরটি দেখতে পান তিনি। এসময় ভয়ে চিৎকার দেন হেলাল। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে ওই আড়তে গিয়ে সাপটি উদ্ধার করেন জাকির মুন্সি।
জাকির মুন্সি আরও বলেন, এর আগেও আমি দেড় শতাধিক অজগর উদ্ধার করেছি। যা সুন্দরবনসহ বিভিন্ন বনে অবমুক্ত করেছি।
সহকারী বন সংরক্ষণ তরিকুল ইসলাম ও জেলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, অজগরটি উদ্ধারের খবর শুনেছি। বিকেলে এটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।
এসআর/জিকেএস