দেশজুড়ে

চলাচলের রাস্তায় বাড়ি-সীমানা প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৩০ পরিবার

গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিনের চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর ও বাড়ি নির্মাণের পায়তারায় অবরুদ্ধ হয়ে পড়েছে প্রায় ৩০ পরিবার। এ বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করেও মিলছে না তেমন কোনো প্রতিকার।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ৩০ পরিবারের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের শ্যারস স্কুল এলাকার আশপাশে ৫০-৬০ পরিবারের বসবাস। স্থানীয়দের চলাচলের সড়কটি ইউনিয়ন পরিষদ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ওয়াকফ করা জমির ওপর নির্মাণ করা হয়েছে। ৩৫০ফুট সড়কটি দখল করে একটি বাড়ি নির্মাণ করছে স্থানীয় আবুল কাশেম। এছাড়া ওই সড়কটি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন ইসলাম উদ্দিন ও আতাব উদ্দিন। এতে চলাচল রাস্তা বন্ধ হয়ে গেছে ৩০টি পরিবারের। এতে ভোগান্তিতে পরেছেন তারা।

আরও পড়ুন: গ্রামের সহজ-সরল মানুষের জমি দখল, প্রতিবাদ করলেই মামলা

ভুক্তভোগী রমজান আলী ভাণ্ডারী বলেন, সড়ক দুটি দিয়ে প্রায় ৪০ বছর ধরে ৩০টিরও বেশি পরিবারের মানুষ চলাচল করে আসছে। বেশ কয়েক বছর ধরে সড়কটির ওপর বাড়ি নির্মাণের পাঁয়তারা ও পেছনের সড়ক দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে অবরুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে ৩০টি পরিবারের। আমরা এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় ভূমি অফিসে অভিযোগ করেছি। অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে উপজেলা ভূমি সার্ভেয়ার মাপঝোপ করে বাড়ি নির্মাণ বন্ধের কথা বলেন। পরে কিছুদিন কাজ বন্ধ রেখে এখন আবারও কাজ শুরু করেছে।

এবিষয়ে শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন বলেন, অভিযোগের পর সরেজমিন তদন্ত করে সরকারি গোহালট দখল ও চলাচলের রাস্তা বন্ধের সত্যতা পাওয়া যায়। আমরা সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য উচ্ছেদের অনুমতি চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। অনুমতি পেলে সরকারি সম্পত্তি উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/জেএস/এমএস