সব জল্পনা-কল্পনা শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো ফিরোজ নাদিয়াদওয়ালা নির্মিত ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ সিনেমার মুক্তির দিনক্ষণ। ২০২৪ সালের বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে এ সিনেমা। ছুটির সময়ে দর্শকদের বাড়তি বিনোদন দিতেই হয়তো নির্মাতার এই আয়োজন।
A post shared by Taran Adarsh (@taranadarsh)
জানা গেছে, এ সিনেমায় দেখা যাবে একগুচ্ছ তারকা। থাকছেন অক্ষয় কুমার। তবে থাকছেন না নানা পাটেকর ও অনিল কাপুর। কিন্তু যুক্ত হবেন জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটনি, আর্শদ ওয়ারসি ও সঞ্জয় দত্তের মতো বড় তারকা।
আরও পড়ুন: ‘এসভিএফ’র ৩ সিনেমায় দেব!
এছাড়াও অক্ষয় কুমারের ঘনিষ্ঠ বন্ধু, তারকা অভিনেতা ও ‘ওয়েলকাম-৩’ সিনেমার প্রযোজক সুনীল শেঠি নিয়ে আসবেন এক নতুন চরিত্রকে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, জঙ্গলের প্রেক্ষাপটে তৈরি একটি কমেডি ঘরানার সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ ।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়
জানা গেছে, শিগগির শুরু হবে এ সিনেমার শুটিং। এমনকি এরই মধ্যে ঠিক করা হয়েছে শুটিং লোকেশনও। অ্যাকশন দৃশ্য এবং চরিত্রদের লুক নিয়ে কাজ শুরু হয়ে গেছে। এমনকি সিনেমার নাম ঘোষণার জন্য একটি বিশেষ ফটোশুটও করা হয়েছে যা শিগগিরই প্রকাশ্যে আসবে।
এমএমএফ/এমএস