রিজার্ভ চুরির ঘটনায় যেসব ত্রুটি রয়েছে তা চিহ্নিত করে কেন্দ্রীয় ব্যাংক সংস্কার করা হবে বলে জানিয়েছেন নতুন গভর্নর ফজলে কবির। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে ১১তম গভর্নর হিসেবে যোগদানের পর নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, ৮১ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশ ব্যাংকের সিস্টেম থেকে বের হয়ে গেছে, সেটা ফিরিয়ে আনাই প্রথম কাজ। ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য যা করা দরকার সবই করা হবে। সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে সরকার যে তদন্ত কমিটি গঠন করেছে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসবো এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হভে বলে জানান গভর্নর। গভর্নর আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে আরও ডেভেলপমেন্ট আনা হবে, যে ত্রুটিগুলো আছে সেগুলো চিহ্নিত করে নিরসন করার উদ্যোগ নেওয়া হবে। এর আগে বেলা ১২টায় নতুন গভর্নর ফজলে কবির কেন্দ্রীয় ব্যাংকে পৌঁছালে ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও এস কে সুর চৌধুরীসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কমর্কর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮০০ কোটি টাকা ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ লোপাটের বিষয়টি গোপন রাখায় চাপের মধ্যে গত মঙ্গলবার পদত্যাগ করেন গভর্নর ড. আতিউর রহমান। পরে বুধবার সাবেক অর্থ সচিব ও সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবিরকে আগামী ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া সরকার। নিউইয়র্কে থাকা অবস্থায় নিয়োগ পওয়া নতুন গভর্নর বৃহস্পতিবার ঢাকায় ফিরেন।এসআই/এএইচ/এমএস