একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিএনপির সিদ্ধান্তের সঙ্গে বিরোধিতা করে ২০ দলীয় জোট ত্যাগ করে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। সেই সময় থেকে চলমান সরকারবিরোধী আন্দোলনে কিছুটা পিছিয়ে ছিল দলটি। কিন্তু এবার থেকে তারা আবার বিএনপির সঙ্গে আন্দোলনে যুক্ত হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে জাগো নিউজকে এ তথ্য জানান বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
পার্থ বলেন, আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) বিজেপি গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ফকিরাপুল পার্টি অফিস থেকে মিছিলের আয়োজন করা হয়েছে। বিকেল ৩টায় মিছিল অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারম্যান হিসেবে মিছিলে নেতৃত্ব দেবো আমি।
কেএইচ/এমএএইচ/জেআইএম